পাকিস্তানের ১০০ রুপি বাংলাদেশের কত টাকা
আজকে পাকিস্তানের রুপির রেট কত তা জেনে নিন ২০২৫ অনুযায়ী। বর্তমান সময়ে
বাংলাদেশের তুলনায় পাকিস্তানের রুপি রেট অনেকটাই কম। আজকে আপনাদের সামনে
পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের টাকার মান কোনটার বেশি এবং কোনটার কম সেই
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বাংলাদেশি ১ টাকা সমান পাকিস্তানের কনভার্ট করলে হয় ২,৩১ রুপি। বর্তমান সময়ে
পাকিস্তানের রুপি থেকে বাংলাদেশের টাকার মান অনেকটা বেশি আসুন আপনাদের সামনে
পাকিস্তানের টাকা এবং বাংলাদেশের রুপি বিবরণ করা দেওয়া হল।
আরো পড়ুন:
ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
পেজ সূচিপত্রঃ
পাকিস্তান বনাম বাংলাদেশি টাকা
আপনাদের সামনে এখন পাকিস্তান বনাম বাংলাদেশের টাকার রেট উপস্থাপন করা হলোঃ আজকের
টাকার রেট অনুযায়ী।
পাকিস্তানি রুপি (PKR)বাংলাদেশী টাকা (BDT)
পাকিস্তানি রুপি=1 বাংলাদেশী টাকা=0.43
পাকিস্তানি রুপি=10 বাংলাদেশী টাকা=4.33
পাকিস্তানি রুপি=20 বাংলাদেশী টাকা=8.67
পাকিস্তানি রুপি=30 বাংলাদেশী টাকা=13.00
পাকিস্তানি রুপি=50 বাংলাদেশী টাকা=21.67
পাকিস্তানি রুপি=100 বাংলাদেশী টাকা=43.34
পাকিস্তানি রুপি=500 বাংলাদেশী টাকা=216.72
পাকিস্তানি রুপি=1000 বাংলাদেশী টাকা=433.44
পাকিস্তানি রুপি=10000 বাংলাদেশী টাকা=4334.39
পাকিস্তানি রুপি=50000 বাংলাদেশী টাকা=21671.95
বাংলাদেশি টাকা বনাম পাকিস্তানের রুপি
আপনাদের সামনে এখন বাংলাদেশী টাকা বনাম পাকিস্তান রুপির রেট তুলে ধরা হলোঃ আজকের
টাকার রেট অনুযায়ী।
আরো পড়ুন:
ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে
বাংলাদেশী টাকা (BDT)থেকেপাকিস্তানি রুপি (PKR)
বাংলাদেশী= 1 টাকা থেকে পাকিস্তানি =2.31রুপি
বাংলাদেশী=10 টাকা থেকে পাকিস্তানি = 23.07রুপি
বাংলাদেশী=20 টাকা থেকে পাকিস্তানি = 46.14রুপি
বাংলাদেশী= 50 টাকা থেকে পাকিস্তানি = 115.36রুপি
বাংলাদেশী= 100 টাকা থেকে পাকিস্তানি = 230.71রুপি
বাংলাদেশী= 200 টাকা থেকে পাকিস্তানি = 461.43রুপি
বাংলাদেশী =500 টাকা থেকে পাকিস্তানি = 1153.56রুপি
বাংলাদেশী= 1000 টাকা থেকে পাকিস্তানি = 2307.13রুপি
বাংলাদেশী= 10000 টাকা থেকে পাকিস্তানি = 23071.30রুপি
বাংলাদেশী= 500000 টাকা থেকে পাকিস্তানি = 1153564.86রুপি
পাকিস্তানের ১০০০ টাকা সমান বাংলাদেশী কত হয়
বর্তমান সময় বাংলাদেশের টাকার চাইতে পাকিস্তানি রুপির মান খানিকটা কম রয়েছে।
তবে বাংলাদেশের তুলনায় পাকিস্তানের জীবন ধারণের মান বেশ কিছুটা উন্নত।
বাংলাদেশের তুলনায় পাকিস্তানের খাবারের মান এবং তাদের জীবন ধারণের মান অনেকটা
ভিন্ন ধরনের। পাকিস্তানের খাবার সারা বিশ্বে সুনাম করিয়েছে। বর্তমান সময়ে
পাকিস্তানের ১০০০ হাজার রুপি সমান বাংলাদেশের ৪৩৩.৪৪ টাকা মাত্র।
বাংলাদেশের তুলনায় পাকিস্তানের টাকার মান বেশ কিছুটা কম তাই বাংলাদেশি যদি ১০০০
হাজার টাকা দেওয়া হয় তাহলে পাকিস্তানি রুপি আপনি পাবেন ২৩০৭.১৩ রুপি। আপনি যদি
বাংলাদেশ থেকে পাকিস্তানি ঘুরতে যান তাহলে আপনি ৫০ হাজার টাকার সঙ্গে নিয়ে গেলে
পাকিস্তানে আরাম-আয়েশে থাকতে পারবেন এবং ঘোরাঘুরি করতে পারবেন।
পাকিস্তানের কোন কোন ভিসায় বাংলাদেশিরা যেতে পারে
বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ জানিয়েছেন যে দুই সপ্তাহ
আগে পাকিস্তানের নীতিমালা অনুযায়ী পাকিস্তানের নতুন ভিসার নিয়ম করা হয়েছে।
বাংলাদেশীরা সহ ১২৬ টি দেশের মানুষেরা পাকিস্তানের ফ্রি ভিসায় যাতায়াত করতে
পারবে। গতকাল সোমবার দুপুরে সচিবালের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি গণমাধ্যমের
কাছে জানিয়েছেন। এই কথা অনুযায়ী বাংলাদেশীদের জন্য পাকিস্তানের যেতে হলে কোন
ভিসার প্রয়োজন হয় না।
বাংলাদেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের
পাসপোর্ট থাকলেই হবে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে
তাদের জীবনধারণের একই রকম। বাংলাদেশ এবং পাকিস্তান 1971 সালের আগে একটি রাষ্ট্র
হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত ছিল। বর্তমান সময়ে পাকিস্তান যেতে হলে
বাংলাদেশীদের জন্য কোন ধরনের ভিসার প্রয়োজন হয় না। আশা করি বুঝতে পেরেছেন।
পাকিস্তানের মোট আয়তন কত
আরো পড়ুন:
কাতারের ১ দিরহাম বাংলাদেশের কত টাকা
পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র দেশ। পাকিস্তানের মোট আয়তন বাংলাদেশের
আয়তনের তুলনায় অনেকটাই বেশি। পাকিস্তানের মোট আয়ত ৩,৫০,৩৭৪ মাইল ৯০৭,৪৬০
কিলোমিটার। পাকিস্তানের প্রধান ভাষা হল উর্দু ভাষা। পাকিস্তানের অধিকাংশ লোকেরা
তাদের জীবন যাপন করে থাকে পশু পালন করে। পাকিস্তানি অধিকাংশ পাহাড়ি অঞ্চল থাকায়
তাদের জীবন ধারণের মান অনেকটাই বাংলাদেশের তুলনায় কম।
লেখকের মতামতঃ
আমার মতামত অনুযায়ী বাংলাদেশের থেকে যদি আপনি পাকিস্তানে যেতে চান তাহলে আপনি
অল্প টাকা খরচ করে পাকিস্তানের গিয়ে ঘুরে আসতে পারেন। বর্তমান সময়ে বাংলাদেশের
টাকা তুলনায় পাকিস্তানের টাকা মান অনেকটাই কম।
তাই খুব সহজে বাংলাদেশ থেকে পাকিস্তানের ভ্রমণ করতে পারেন। পাকিস্তানের যেতে কোন
ধরনের ভিসার প্রয়োজন পড়ে না বাংলাদেশীদের জন্য, তাই খুব সহজেই বাংলাদেশ থেকে
পাকিস্তানে ঘুরে আসতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url